গরুর রোগ পরিচিতি



 যার জন্ম আছে তার মৃত্যু আছে এটা নিয়ম।আবার যার জীবন আছে তার বিভিন্ন প্রকার রোগ আছে। গবাদিপশু বা গরুও তার বাইরে না।অন্যান্য জীবের মত গরুও বিভিন্ন রোগ আক্রান্ত হয়।রোগ আক্রান্ত পশুর দুধ, মাংস এবং কর্মক্ষম কমে যায়। অনেক পশু যত্ন ও চিকিতসার অভাবে মারা যায়।তাই বলবো পশু পালনকারীর রােগ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা অবশ্যই দরকার।
রোগ কি?
যদি স্বাভাবিক স্বাস্থের বা আচরণের বিচ্যুতিকে রোগ বলা হয়।রোগাক্রান্ত পশুর খাদ্য কম খাবে, পশু ঝিমাতে থাকৰে, প্রশ্রাব পায়খানায় সমস্যা হয়,অনেক ক্ষেত্রে এদের শরীরের লােম খাড়া থাকবে,শরীরের তাপমাত্রা বেড়ে যায়।
গবাদিপশুর রােগসমুহকে চার ভাগে ভাগ করা যায়, যেমন 
১.সংক্রামক রােগ।
২.পরজীবী জনিত রোগ।
৩. অপুষ্টিজনিত রোগ ও 
৪. অন্যান্য সাধারণ রোগ।
সংক্রামক রােগ:
রােগাক্রান্ত পশু হতে সুস্থ পশুর দেহে যে সকল রোগ সংক্রমিত হয় তাকে সংক্রামক রােগ বলে। এ সকল রোগ সাধারণত ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে পশুতে হয়ে থাকে।
যত রোগ দেখা যায় এর মধ্যে সংক্রামক রােগই সবচেয়ে বেশি মারাত্মক। সংক্রামক রােগের মধ্যে আবার ভাইরাসজনিত ও ব্যাকটেরি়াজনিত রােগ দেখা যায়। ভাইরাসজনিত রোগ পশুর বেশি ক্ষতি করে থাকে,
ভাইরাসজনিত রোগ:
১.খুরা-রােগ
২. জলাতঙ্ক
৩গােবসন্ত ইত্যাদি। 
ব্যাকটেরিয়াজনিত রোগ:
১.বাদলা
২.তড়কা 
৩.গলাফোলা 
৪.ওলান-ফোলা,
৫.বাছুরের নিউমােনিয়া ও
৬. ডিপথেরিয়া ইত্যাদি উল্লেখযােগ্য।
সাথেই থাকুন পরবর্তীতে রোগগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।
আরও পড়ুন


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.